
মায়ের বিয়ে ভা’ঙছে, চ’মকে দিলেন শ্রাবন্তীর ছেলে!










শ্রাবন্তীর তৃতীয় সংসার ভা’ঙতে যা’চ্ছে- গত সপ্তাহে এমন গু’ঞ্জন ওঠে। বিষয়টি নিয়ে কয়েক দিন ধ’রেই চলছে আ’লোচনা-স’মালোচনা। এমনকি দুজনের ইনস্টাগ্রাম প্রোফাইলে এখন একস’ঙ্গে আর কোনো ছবিও নেই।





এরই মধ্যে নিজে’র ইনস্টাগ্রাম অ্যা’কাউন্টে বড় ঘো’ষণার ই’ঙ্গিত দিলেন শ্রাবন্তীর ছেলে অ’ভিমন্যু চট্টোপাধ্যায়।শুক্রবার নিজে’র ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মায়ের স’ঙ্গে তোলা পুরনো একটি ছবি ও ভিডিও শে’য়ার করে অভিমন্যু। সেখানে তিনি লি’খেছেন, ‘বড় কিছু আ’সতে যাচ্ছে।’





উল্লেখ্য, ১৯৯৭ সালে স্বপন সাহা পরিচালিত ‘মায়ার বাঁ’ধন’ সিনেমা’র মাধ্যমে টলিউডে প্রবেশ করেন শ্রাবন্তী। ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বা’সকে বিয়ে করেন তিনি। ২০১৬ সালে শ্রাবন্তী ও রাজীবের বি’চ্ছেদ হয়ে যায়। তার পর থেকে ছেলে অ’ভিমন্যু মায়ের কাছেই থাকে।





বি’চ্ছেদের পর সেই বছরই মডেল কৃষাণ ব্রজকে বিয়ে ক’রেন শ্রাবন্তী। কিন্তু সে বিয়ে ছয় মাসের বেশি টেকেনি। এরপর গত বছরের ১৯ এপ্রিল চ’ণ্ডীগড়ের একটি গু’রুদ্বারে গিয়ে রোশানের স’ঙ্গে গাঁ’টছড়া বেঁ’ধেছিলেন শ্রাবন্তী।





তবে শ্রাবন্তীর ছেলে যে ই’ঙ্গিত দিয়েছেন, তা আ’সলে কিসের ই’ঙ্গিত? বড় কী আ’সতে যাচ্ছে, এই রহ’স্য কিসের রহ’স্য, তাঁর মায়ের জীবন নিয়ে নাকি অন্য কিছু? সময়ের হাতে তুলে দিয়ে সবাইকে এখন অপে’ক্ষা ক’রতে হবে।










Leave a Reply